প্রচ্ছদঅপরাধসিংগাইর থানার জামির্তা ইউনিয়নে একমাসে ৬০টির বেশি টিউবওয়েল চুরি, মানুষের মাঝে উৎকণ্ঠা।
সিংগাইর থানার জামির্তা ইউনিয়নে একমাসে ৬০টির বেশি টিউবওয়েল চুরি, মানুষের মাঝে উৎকণ্ঠা।
স্টাফ রিপোর্টারঃ সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক মাসে অন্তত ৬০ টিরও বেশি টিউবওয়েল, টিউবওয়েলের মাথা ও ১২ টির বেশি পানির পাম্প চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
জানা যায়, ইসমাইল , লুৎফর বিবি, আছর উদ্দিন , জাহিদ মিয়া, তোফাজ্জল হোসেন, মোঃ ফজলে করিম ,কহিলা তুলি গ্রামের আফাজ উদ্দিন সহ উত্তর বকচর থেকে প্রায় ২০টি , সুদখিরা এলাকা থেকে ১৫ টির বেশী, চন্দনপুর এলাকা থেকে প্রায় ১০ টি পানিশাইল এলাকা থেকে ৬ টি এবং জামির্তা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আরো ২০টির ও বেশি টিউবওয়েল ও টিউবলের মাথা চুরির ঘটনা ঘটে ।
এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায়, গত ২১ সেপ্টেম্বর জামির্তা ইউনিয়নের সুদখিরা এলাকায় হাতেনাতে বেশ কয়েকজনকে আটক করে স্থানীয়রা, কিন্তু স্থানীয় বেশ কয়েকজন সুপারিশে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয় নিয়ে ২৪ সেপ্টেম্বর শুক্রবার বসে মীমাংসা করার পায়তারা চালান একটি পক্ষ, চোরের পক্ষের কেউ না আসায় তার সমাধান করা সম্ভব হয়নি বলেও জানান স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ।
এনিয়ে এলাকাবাসীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে ।
উত্তর বকচরের চন্দনপুর এলাকার ভুক্তভোগী একজন জানান, এক শ্রেণির উঠতি বয়সী নেশাখোর যুবকরাই এ ঘটনা ঘটাচ্ছে। তারা টিউবওয়েলের মাথা চুরি করে ভাঙাড়ির দোকানে বিক্রি করে দেয়।
এ বিষয়ে জামির্তা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মামলার প্রস্তুতি চলছে ।