সিঙ্গাইর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপিত (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক : “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া’ অগ্নিস্নানে শুচি হোক ধরা” শ্লোগানে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসুর নেতৃত্বে সিঙ্গাইর সদরে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত, গুরুত্বারোপ করে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি সিঙ্গাইর উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সিঙ্গাইর বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে সিঙ্গাইর অফিসার্স ক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম ,উপজেলা পরিষদ চেয়ারম্যান শারমিন আকতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী ইউনূস, সিঙ্গাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরুদ্দীন, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাটু, আবুল হোসেন, জাহিদুল ইসলাম ভূইয়া, রমাজন আলী, গাজী কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য তমেজ উদ্দিনসহ প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিকবৃন্দ, শিক্ষকমন্ডলি,ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে নববর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।