প্রচ্ছদ ছবি সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

Loading

স্টাফ রিপোর্টার : সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এই উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়। গত ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করার পর ৭ ডিসেম্বর বিদায়ী ইউএনও কামরুল ইসলাম সোহাগের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

খায়রুন্নাহার গত ২০১৮ সালে ৩৬তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হন। ওই বছরের ডিসেম্বরে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। সেখানে সফলতার সাথে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০২২ সালের জুন মাসে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হন। ২০২৩ সালের শেষের দিকে সেখান থেকে তাকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখার সহকারি কমিশনার করা হয়। ওখানে এক বছর কাজ করার পর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হন খায়রুন্নাহার। সর্বশেষ গত ১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। তার পৈতৃক নিবাস কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বনগ্রামে।

মতবিনিময় সভায় ইউএনও খায়রুন্নাহার বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।তথ্য ভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে অপরাধ দমন ও এলাকার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সব সময় সবার জন্য আমার অফিস খোলা থাকবে। সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক ও দুর্নীতিমুক্ত করে সবার জন্য বাসযোগ্য পরিবেশ বান্ধব আধুনিক উন্নত সিঙ্গাইর উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি মোবারক হোসেন, যুগ্ম-আহ্বায়ক সদস্য সচিব দৈনিক আজকের পত্রিকার সুজন মোল্লা, সদস্য বাংলা টিভির রেজাউল করিম, দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া রিপোর্টার ও রাজধানী টিভির আবুল কালাম আজাদ বিপ্লব, দৈনিক সকালের সময়ের মিজানুর রহমান, দৈনিক জনকণ্ঠের হাবিবুর রহমান রাজিব, তরুনকণ্ঠের মাহমুদুল হাসান, মুভি বাংলার ছানোয়ার হোসেন ও আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা প্রমূখ।

এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্য এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক ভোরের বাণীর মো: মামুন হোসাইন, মানিকগঞ্জের দর্পনের মিলন মাহমুদ ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দৈনিক নব বাণীর কামরুল হাসান ও দৈনিক আলোকিত নিউজের সানাউল্লাহ সাকিব।