সুন্দরগঞ্জে অসহায় নবীর হোসেনের পরিবারের পাশে জাতীয় ছাত্রসমাজ

Loading

গাইবান্ধার সুন্দরগঞ্জের অসহায় নবীর হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা জাতীয় ছাত্রসমাজ।

জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশনায় বুধবার দুপুরে উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের মৃত নছর উদ্দীনের পুত্র নবীর হোসেনের বসতবাড়িতে এসে নগদ অর্থ সহায়তা প্রদান করে পরবর্তীতে আবাসন প্রকল্পের অধীনে বসতঘর নির্মাণের আশ্বাস দেন- উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর । এ সময় ছিলেন উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, শ্রীপুর ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাইফুল ইসলাম, রামজীবন ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা ও বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজা।

উল্লেখ্য, “সুন্দরগঞ্জে একটি অসহায় পরিবারের চরম দুর্দিন”-শীর্ষক শিরোনামে সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিকের পরিবেশিত অনুসন্ধানী মূলক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর দৃষ্টি গোঁচড় হয়। ফলে তিনি তাঁর পক্ষ থেকে আবাসন প্রকল্পের অধীনে অসহায় নবীর হোসেনের পরিবারকে বসতঘর নির্মাণের আশ্বস্থ করেছেন। নবীর হোসেন ও তাঁর স্ত্রী রেজিয়া খাতুন দম্পত্তির জীবনে ২ ছেলের মধ্যে বড় ছেলে রিয়াজুল হক বিএসএস (সম্মান) হাই স্কুল ও কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়ে প্রকাশিত গণবিজ্ঞপ্তি মোতাবেক দু’বার আবেদন করেও সুফল পাননি বলে জানা গেছে।