সুন্দরগঞ্জে মীনা দিবস উদযাপিত ।

এনামুল হক,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মীনা দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শহীদ মিনার সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে মীনা দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, পরিমল চন্দ্র বর্মন, আশিকুর রহমান, শহীদুল্লাহ, বিপ্লব হাসান মদিনা, সমাজ সেবক এটিএম মাসুদ-উল-ইসলাম চঞ্চল প্রমূখ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেষে উপজেলা শিক্ষা অফিসার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।