সুন্দরগঞ্জে ল্যাংগা খালের উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

Loading

গাইবান্ধার সুন্দরগঞ্জে ল্যাংগা খালের উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ রবিবার সকালে উপজেলাটির রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারী গ্রামের কুমারগাড়ি নামক স্থানে খালের পাড়ে বিভিন্ন শিক্ষাঙ্গণের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ নানান শ্রেণিপেশার মানুষজন এই মানববন্ধন পালন করে। মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, বেকাটারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক চৌধূরী, শিক্ষক রিয়াজুল হক, সোহরাব হোসেন, শিক্ষার্থী আতিকুর রহমান, স্থানীয়দের মধ্যে রুহুল আমিন, রহিম উদ্দিন মন্ডল, হাফিজার রহমান, রেখা বেগম, অনীল চন্দ্র দাশ, ভোলা চন্দ্র দাশসহ আরো অনেকেই।

এসময় বক্তারা বলেন, ল্যাংগা খালটি খননের পর একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। সে ব্রিজটি বিগত ১৯৮৮ সালের স্মরণকালের বন্যায় ব্রিজটি বিনষ্ট হয়। তখন থেকে উক্ত স্থানে ব্রিজ নির্মাণ না করায় প্রত্যহ হাজার হাজার মানুষের হাট-বাজার, শিক্ষা-চিকিৎসাসহ সকল ক্ষেত্রে নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে।