প্রচ্ছদ ছবি সূর্যের তাপমাত্রা কমতে শুরু করেছে, আসছে শীত

সূর্যের তাপমাত্রা কমতে শুরু করেছে, আসছে শীত

সৌমেন মন্ডল, জ্যাষ্ঠ প্রতিনিধিঃ একটু একটু করে সূর্যের তাপমাত্রা কমতে শুরু করেছে।দিনটাও রাতের তুরনাই ছোট হয়ে গেছে।সূর্যিমামা একটু আগেভাগেই ডুব দিচ্ছে।উত্তরের হাওয়া বলে দিচ্ছে চলে এসেছে শীতের মহারাণী। হেমন্তের শিশির বিন্দুতে সাদা কাশফুলের রঙও এখন বিবর্ণ হয়ে আসছে। শহরে এখনও ওইভাবে শীত না পড়লেও গ্রামাঞ্চলে শীত পড়তে শুরু করেছে।

সন্ধ্যার পরপরই কুয়াশা আর হিমেল হাওয়ায় বন্দী হয়ে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ। তাপমাত্রা কমছে সারাদেশেই।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মেঘে ঢাকা পড়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল । আর তাই বাতাসের তাপমাত্রা কমেছে। ফলে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই অসময়ে শীত কিংবা গরম পড়ছে। তবে কনকনে শীত আসতে এখনো বেশ বাকি আছে।

সাধারণত বাংলাদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের মৌসুম ধরা হয়। কিন্তু সাম্প্রতিককালে এই সমীকরণ পাল্টে গেছে। এই তিন মাস মিলে শীতকাল হলেও গত কয়েক বছর অক্টোবরের শুরু থেকেই আসতে শুরু করছে শীতের আমেজ। এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে বলে বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী দেশগুলোতে সূর্যের রশ্মি তির্যকভাবে পড়ে। ফলে কমতে থাকে তাপমাত্রা, অনুভূত হয় শীত।

তবে গ্রামঅঞ্চলের দিকে সীত কে বরন করে নিয়ে চলছে খেজুরের রস সংরক্ষণ। বিক্রি হচ্ছে শীতের বিভিন্ন পিঠা,পুলি।