সৃষ্টিশীল কাজকে উৎসাহিত করুন জমঈয়তের এতিমখানার বহুতল ভবন উদ্বোধনকালে-কাজী আকরাম উদ্দিন আহমদ ।

Loading

শেখ এ কে আজাদ,বিশেষ প্রতিবেদক সাভার : ঢাকার অদূরে আশুলিয়া থানার পাশে বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর প্রায় ১৬ একর নিজস্ব জমিতে নির্মাণাধীন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ভবন, আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী আল কুরায়শী মডেল মাদরাসা, কেন্দ্রীয় এতিমখানাসহ বিভিন্ন প্রজেক্ট চলমান এবং জমঈয়তের উন্নয়নমুখী কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

জমঈয়তের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত আছে। এ দেশের প্রায় তিনকোটি আহলে হাদীসের প্রতিনিধিত্বকারী সংগঠনের কেন্দ্রীয় এতিমখানার বহুতল ভবন উদ্বোধন উপলক্ষে আজকের এ সভা। এতিমদের পৃষ্ঠপোষকতা করা, তাদের সাথে সদাচরণ করা এসবই মহৎ কাজের অংশ। পবিত্র কুরআনেও এতিমদের সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে। এ জাতীয় অনেক সেবামূলক কাজ জমঈয়ত করছে। আসুন আমরা জমঈয়তের সৃষ্টিশীল কাজকে উৎসাহিত করি।

জমঈয়তের অন্যতম উপদেষ্টা, স্টান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ জমঈয়তের কেন্দ্রীয় এতিমখানার বহুতল ভবন উদ্বোধনপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকার এডিসি তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান ও সাভার মডেল থানার ওসি এফএম সায়েদ, আশুলিয়া থানার ওসি রেজওয়ানুল হক।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাইপাইলের এতিমখানার বহুতল ভবন উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আযহার উদ-দীন। উপস্থিত ছিলেন জমঈয়ত উপদেষ্টা এম. এ সবুর, সহ-সভাপতি ও সাবেক আইজিপি মুহাম্মদ রুহুল আমীন, প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, অধ্যাপক ড. আহমাদুল্লাহ, মুঞ্জুরে খোদা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।

জমঈয়ত নেতৃবৃন্দ বলেন, প্রায় চার দশকব্যাপী বাইপাইলের এ জমিতে আমাদের বিভিন্ন প্রোজেক্ট চালু আছে। অতিসত্বর ভকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট, উচ্চমানের কওমী মাদরাসা, দাওয়াহ-তাবলীগী মহাসম্মেলনের জন্য স্থায়ী মঞ্চ নির্মাণসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়িত হবে ইনশা-আল্লাহ। এ জন্য এদেশের সকল আহলে হাদীসকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।