শামশুজ্জোহা বিদ্যুৎ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিদিন : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১০ বোতল ফেনসিডিল ও নগদ ৩ হাজার ৫০০ টাকাসহ বাবু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা উপচকপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে বাবুল
আক্তার বাবু (৩২)।
বুধবার রাত ৮ টার দিকে বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করবে। খবর পাবার পর বিকেল ৩ টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. শাহজাহান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর রাস্তার উপর থেকে ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে বাবুকে গ্রেপ্তার করে। এ সময় বাবুর সহযোগী একই এলাকার মো. মোতাহার হোসেনের ছেলে মো. মনিরুল ইসলাম গাব্বু (৩৪) পালিয়ে যায়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা। ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি আসামীসহ ফেন্সিডিল আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।