হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ মছিহ্ উল্লাহ্ (কঃ) মির্জাপুরীর
১০৯তম মহান বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন
চট্টগ্রাম থেকে :
১৮ মার্চ মঙ্গলবার আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার আপন খালাতো ভাই ও বেয়াই, এবং পীর ভাই ও তাঁহার পবিত্র জানাজা শরীফের ইমাম, গাউসুল আযম বিল বিরাসত হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী (কঃ) কেবলা কাবার শ্রদ্বেয় তালই এবং খাদেমুল ফোকারা অছিয়ে গাউসুল আযম সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার শ্রদ্বেয় নানাজান সুলতানুল মাশায়েখ, আলেমকুল শিরোমণি, মুফতিয়ে আযম, হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ মছিহ্ উল্লাহ্ (কঃ) মির্জাপুরী ছাহেব কেবলা কাবার ১০৯তম মহান বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে গাউসিয়া মছিহ মনজিলে অনুষ্ঠিত হয়। উক্ত ওরশ শরীফে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল ভক্ত-অনুরাগীর সমাগম হয়। গাউসিয়া মছিহ্ মনজিল, মির্জাপুর দরবার শরীফ, সৈয়দ পাড়া, সরকারহাট, হাটহাজারী, চট্টগ্রাম এ ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাজ্জাদানশীন সৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারী (রহঃ) ‘র একমাত্র আওলাদ শাহজাদা সৈয়দ শাহাদাৎ হোসাইন মির্জাপুরী (মা.জি.আ.)।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মাকসুদুর রহমান দুলাল, ছৈয়দ আবদুর রাব্বান, মো. আবুল কালাম, মো. ইউনুছ, মো. সৈয়দ ফকির, মো. আবুল বশর, মো. জাহেদুল ইসলাম জাবেদ, মো. মুছা কোং, মো. মহিউদ্দিন, মো. আলী আবরা দুলাল, মো. জুলু, মো. জসিম উদ্দিন জিকু, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, নাজমুল হুদা, টিটু চৌধুরী, ধীমান দাশ, সমীর দাশ প্রমুখ।