হরিরামপুরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ২০টাকা হালি দরে ডিম বিক্রয় ।

Loading

মানিকুর রহমান মানিক,হরিরামপুরঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়ের নির্দেশক্রমে প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী লকডাউন চলাকালীন সময়ে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রর মাধ্যমে ন্যায্য মূল্য দুধ,ডিম ও মাংস বিক্রিয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উক্ত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হরিরামপুর, মানিকগঞ্জের তত্ত্বাবধানে গত ১২/৪/২১ইং তারিখ হতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ডিম বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অদ্য ২৯/৪/২১ইং তারিখে রোজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন সন্মীনীত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ মাহাবুবুল ইসলাম , উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ।