হোটেল ওশান প্যারাডাইজে সাংবাদিক প্রবেশ নিষেধ!

কক্সবাজারের এক অভিজাত আবাসিক হোটেলে বিনা কারণে পেশাগত কাজে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়ায় হোটেলটির এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল ওশান প্যারাডাইজে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন।

আটক সিরাজুল ইসলাম (৪০) হোটেল ওশান প্যারাডাইজের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার।

এসপি মাসুদ হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে কক্সবাজারের আবাসিক হোটেল ওশান প্যারাডাইজে জেলা পুলিশ বিভাগের উদ্যোগে এবং ইউএনডিপি এর সহায়তায় ‘মানবাধিকার সুরক্ষায় পুলিশ ও সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার পূর্ব নির্ধারিত কর্মসূচীর আয়োজন ছিল। এতে অংশ নিতে আমন্ত্রণ জানানো কক্সবাজারের কর্মরত সাংবাদিকরা হোটেল এলাকায় সমবেত হন।

” এক পর্যায়ে সাংবাদিকরা হোটেল অভ্যন্তরে প্রবেশ করতে চাইলে হোটেলটিট দায়িত্বরত কর্মিরা বাধা দেন। এসময় হোটেলটির উর্ধ্বতন এক কর্মকর্তাও সেখানে এসে সাংবাদিকদের প্রবেশের কোন অনুমতি নেই জানিয়ে বাক-বিতন্ডতায় জড়িয়ে পড়ে। ”

এ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হোটেলটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের কথা অবহিত করলে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়ায় বলে জানান পুলিশ সুপার।

মাসুদ হোসেন বলেন, এ ঘটনায় হোটেলটির দায়িত্বরত অভিযুক্ত কর্মকর্তাকে আটক করে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসপি।