শিবগঞ্জের পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুরের পরলোকগমন

Loading

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১২নং পাঁকা ইউনিয়ন পরিষদ-ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৮ জানুয়ারি বুুুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়সহয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ২০১৬ সালের ৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। এর আগে ৫নং ওয়ার্ড থেকে টানা দুই বারের ইউপি সদস্য হিসেবেনির্বাচিত হন। তাঁর নামাজের জানাযা বৃহষ্পতিবার বিকেল ৪ টায় নির্ধারণ করা হয়েছে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিনআহমেদ শিমুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার।