সংঘ ও নবপুষ্প ফউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
সাভার প্রতিনিধি : সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে রাস্তারপাশের ফুটপাতে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে সামাজিক সংগঠন সংঘ ও নবপুষ্প ফাউন্ডেশন।মঙ্গলবার রাতে সাভার নিউ মার্কেট থেকে শুরু করে নবীনগর, আশুলিয়ার কয়েকটি স্থান হয়ে পরে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী।
রাতব্যাপি বিভিন্ন পয়েন্টে অসহায়, দুস্থ ও হতদরিদ্র শীতার্তদের হাতে তুলে দেওয়া হয় একটি করে কম্বল ও বিভিন্ন শীতবস্ত্র।
এসময় সংঘের সভাপতি মো.সানি রহমান সাব্বির, নবপুষ্প ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মদ ইয়াসিনসহ সংগঠন দু’টির কর্মীরা উপস্থিত ছিলেন।