প্রচ্ছদ ছবি পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিকায়ন করার জন্য সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে...

পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিকায়ন করার জন্য সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে-পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারি।

বিপ্লব,সাভার ঃ পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী ও আধুনিকায়ন করার জন্য সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এটি একটি নিরন্তর প্রক্রিয়া বলে জানিয়েছেন পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারি।শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকায় লাজপল্লীতে যশোর জেলার উদ্যোগে বিজয় উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

পুলিশের মহা-পরিদর্শক জাবেদ পাটোয়ারি এসময় আরও বলেন পুলিশ বাহিনীতে আরো জনবল বৃদ্ধি করা হচ্ছে সক্ষমতা ও মানুষিকতা পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশের ব্যাপক সাফল্য রয়েছে দেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে বলেও বলেন তিনি।

অনুষ্ঠানে এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ যশোর জেলা কল্যাণ সমিতির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।