ছোট ভাই’র দায়ের কোপে কলেজ পড়ুয়া বড় ভাই নিহত

Loading

সৈয়দ রুবেল ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ছোট ভাই আব্দুল্লাহ’র দায়ের কোপে কলেজ পড়ুয়া বড় ভাই আব্দুর রহমান নিহত হয়েছেন। দাখিল পরীক্ষার্থী ছোট ভাই আব্দুল্লাহ ও নিহত আবদুর রহমান উভয়ই কেওতা গ্রামের আবু বকরের ছেলে।

২৭/০১/২০২০ইং তারিখ সোমবার রাত ৯টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রাম থেকে নিহত আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তুচ্ছ ঘটনায় বাকবিতন্ডা’র একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে আব্দুর রহমানকে কোপ দেয় ছোট ভাই আব্দুল্লাহ। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুর রহমান। রাজাপুর থানা পুলিশ খবর পেয়ে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে । পুলিশ জানায় ঘাতক আব্দুল্লাহ পলাতক রয়েছে।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঘাতক আব্দুল্লাহকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

হত্যাকান্ডের কারণ অনুসন্ধান চলছে। সামান্য বিষয় না-কি অন্য কোনো কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে ।