জাহিন সিংহ, সাভার : সাভারে নানা আয়োজনে মাসব্যাপী পালিত হচ্ছে মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচী। এরই অংশ হিসেবে সাভার উপজেলা পরিষদ মাঠে আয়োজন করা হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
প্রতিদিন রাতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভিন্ন পর্যায়ে অংশ নিচ্ছে সাভারের অঞ্চলের প্রায় ২৪টি দল। তরুন প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া জাগানো এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
প্রতিদিন শত শত ক্রিড়াপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় উপজেলা পরিষদের মাঠ। ব্যাডমিন্টন টুর্নামেন্টটির সার্বিক পরিচালনা করছেন সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক।
মুজিবর্ষ উপলক্ষে মাসব্যাপী এ ধরণের কর্মসূচীর নানান কর্মসূচীর আয়োজন করেছে সাভার উপজেলা পরিষদ।