আশুলিয়ায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

Loading

বিপ্লব,সাভার ঃ সাভারের আশুলিয়ায় বাসের চাপায় এক নারী ও তার শিশু সন্তানসহ তিন জন নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা রুহুল মিয়ার স্ত্রী মালেকা বেগম ও তার তিন বছরের মেয়ে ফাতেমা একটি অটোরিকসায় করে যা”িছলেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা কাবাব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকসাকে চাপা দিলে ঘটনাস্থলেই গৃহবধু মালেকা বেগম (২২), তার মেয়ে ফাতেমা (৩) ও রিকসা চালক জুয়েল রানা (৪০) নিহত হয়। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও পালিয়ে যান বাসের চালক ও হেলপার।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত ওই গৃহবধূর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার মিরভীদনাই গ্রামে। রিকসা চালকের নাম জানা গেলেও তাৎক্ষনিকভাবে ঠিকানা পাওয়া যায়নি।