জিবনকে বাজি রেখে দুইজন মাদকবহনকারীকে গ্রেফতার করেছেন পোর্ট থানা পুলিশ

মোঃ রাসেল ইসলাম ,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ জিবনকে বাজি রেখে করোনা ভাইরাসকে ভয় না করে ভারতীয় ৭০ বোতল ফেন্সিডিল সহ পুটখালী গ্রামের আলী হোসেন এর ছেলে লিটন(২৫) ও খড়িডাঙ্গা গ্রামের কামাল হোসেন এর ছেলে মিকাইল হোসেন(২০) নামে দুই মাদক বহনকারীকে গ্রেফতার করেন। সোমবার(১৩ ই এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই আলমগীর হোসেন,কনেস্টবল খলিলুর রহমান ও কনেস্টবল চঞ্চলকর্মকর বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা মাঠ থেকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক বহনকারীকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতার আসামী সহ মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো বলেন, উদ্ধার মাদক সহ আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।