প্রচ্ছদঅর্থনীতিআশুলিয়ায় হতদরিদ্রদের পাশে যুবলীগ নেতা নুরুল আমিন সরকার
আশুলিয়ায় হতদরিদ্রদের পাশে যুবলীগ নেতা নুরুল আমিন সরকার
জাহিন সিংহ, সাভার : আশুলিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কর্মসূচীতে কর্মহীন হয়ে পড়া দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম-আহ্বায়ক মঈনুল ইসলাম ভূঁইয়ার দিক নির্দেশনায় এই কর্মসূচী পালন করা হয়।বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো: নুরুল আমিন সরকারের নিজস্ব উদ্যোগে এলাকার হত দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় সামাজিক দূরত্ব বাজায় রেখে পাঁচ শতাধিক অসহায়, প্রতিবন্ধী, ভিক্ষুক ও দুস্থ মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ছোলা, খেজুর, মুড়ি, টমেটো, ঢেঁড়শ, মিষ্টি কুমড়া, বেগুন, পটল, কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজণীয় পণ্যদ্রব্য।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আশুলিয়া থানা যুবলীগ নেতা নজরুল ইসলাম, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনোয়ার মন্ডল, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাইউম খাঁন, শিমুলিয়া ইউনিয়ন যুুুুবলীগের আহ্বায়ক আমির হোসেন জয়, যুগ্ম-আহ্বায়ক হারুণ পরামানিক, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল সরকার, যুবলীগ নেতা আসলাম আলী, মো. রনি সরকার, পিয়াল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ত্রাণ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার হত দরিদ্ররা।
এরআগে, কয়েক দফায় প্রায় এক হাজার দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, আলু, পিঁয়াজ, লবণসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা নুরুল আমিন সরকার। বিভিন্ন দুস্থ পরিবারকে দিয়েছেন আর্থিক সহায়তাও।
এছাড়া করেনা ভাইরাস প্রতিরোধে নেতাকর্মীদের সাথে নিয়মিত বিভিন্ন গণসচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।