দেবীদ্বারে ‘ব্লাড ফর’ নবায়ন কমিটির সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক সাইফুল
(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বার উপজেলার সেচ্ছাসেবী রক্তদান সংগঠন ‘ব্লাড ফর দেবীদ্বার’র নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। বিকেলে দেবীদ্বার ফাজিল মাদ্রাসা মাঠ প্রঙ্গণে কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিব ওই তালিকা প্রকাশ করেন।
বিশ্ব সেরা করোনা যুদ্ধা দেবীদ্বারের কৃতি সন্তান ডা: ফেরদৌস খন্দকারকে ‘ব্লাড ফর দেবীদ্বার’ কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলীর তালিকায় নতুন করে সংযোজন করা হয়েছে দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার, দেবীদ্বার প্রেস ক্লাব’র সাধারণ সাংবাদিক, সম্পাদক ইকবাল হোসেন রুবেল, ডা: শাহীন আলম, উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক, এড.সুদীপ রায় ও আনোয়ার সাদ্দাত।
নবায়ন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্বের সদস্যদের বহাল রাখা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছে সুমন সরকার, বিল্লাল হোসেন, সহ-সভাপতি তুহিন সরকার ও আক্তারুজ্জামান। যুগ্ম-সাধারণ সম্পাদক ধ্রুব দাস জয়, মনিরুল সরকার, ইব্রাহীম খলিল সানি, রুহুল আমিন।
সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন, মোঃ কাইয়ুম হোসেন, মোঃ ইফরান হোসেন, মোঃ আবু হানিফ, মোঃ শাহ জালাল।
দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন ‘ মেহেদী হাসান রিয়াদ, সহ দপ্তর সম্পাদক , আবুল হোসেন, শাহজালাল, আল আমিন কিবরিয়া।
প্রচার সম্পাদক শিল্পী সুজন, সহ-প্রচার সম্পাদক রেদোয়ান আহাম্মদ, মোঃ মন্জুরুল হাসান, সোহেল, এস.টি. তানভীর, আল-আমিন, সাঈদ শুভ, শরিফুল ইসলাম ভূইয়া। মহিলা বিষয়ক সম্পাদক নিপা রহমান, আঁখি মীর, লিজা আলমঙ্গীর।
‘ব্লাড ফর’ দেবীদ্বার’র সদস্য হিসেবে রয়েছেন, রাছেল আহাম্মেদ শুভ, আরিয়ান রিয়াদ, মাসুক, রাছেল আহাম্মেদ,গিয়াস সরকার, সাগর, তানভীর, স্বাধীন, আল-আমিন, বাধন সরকার সোহাগ হোসেন, প্রমূখ।
ওই সময় ‘ব্লাড ফর দেবীদ্বার’ এর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমাদের সকল রক্তদাতা সদস্যদের আইডি কার্ড প্রধানের মাধ্যমে তাদের তালিকাভূক্ত করা হবে। উপজেলার সকল সভা-সেমিনার এর সময় ফ্রি ব্লাড ক্যাম্পিং করা হবে। আমরা অতি শিগ্রীই ‘ব্লাড ফর দেবীদ্বার’ এর পক্ষথেকে দেবীদ্বারে একটি ব্লাড ব্যাংক শুরু করার চিন্তা করছি। মানবতার ওই সংগঠনের পাশে সকলকে এগিয়ে আসার আহবান করেন।