প্রচ্ছদঅর্থনীতিমাগুরার শ্রীপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে পুলিশ সুপারের বিশেষ উপহার সামগ্রী পৌছে...
মাগুরার শ্রীপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে পুলিশ সুপারের বিশেষ উপহার সামগ্রী পৌছে দিলেন শ্রীপুুর থানার ওসি আলী আহমেদ মাসুদ
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুুর উপজেলায় করোনায় আক্রান্ত হোম কোয়ারেন্টাইনে অবস্থানরত ব্যক্তিবর্গে বাড়িতে বাড়িতে গিয়ে মাগুরার পুলিশ সুপার খাঁন মোহাম্মদ রেজোয়ান পিপিএম মহোদয়ের বিশেষ উপহার সামগ্রী পৌছে দিলেন শ্রীপুুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ ।
মুষলধারের বৃষ্টিকে উপেক্ষা করে সোমবার বিকেল সাড়ে ৫টার থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীপুুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে করোনায় আক্রান্ত হোম কোয়ারেন্টাইনে অবস্থানরত উপজেলার দূর্গাপুর গ্রামের আফজাল হোসেন (৭৫) ও দ্বারিয়াপুর গ্রামের নতুনপাড়া এলাকার উসমান মোল্যা(৩৫) এর বাড়িতে গিয়ে মাগুরার পুলিশ সুপার খাঁন মোহাম্মদ রেজোয়ান পিপিএম মহোদয়ের বিশেষ উপহার সামগ্রী পৌছে দেওয়া হয় ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার,এসআই আজম ও শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ।
উপহার সামগ্রী প্রদানকালে শ্রীপুুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ বলেন,যেহেতু করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিগণ কর্মহীন হয়ে অসহায়ত্বের মধ্যে নিজ বাড়িতে অবস্থান করছে । সেহেতু আত্মমানবতার সেবায় বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে মাগুরার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের বিশেষ উপহার সামগ্রী করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিবর্গে বাড়িতে গিয়ে পৌছে দেওয়া হয়েছে।