প্রচ্ছদ অপরাধ ধামরাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

ধামরাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)  : ঢাকার ধামরাইয়ের বড় চন্দ্রাইল এলাকায় শাখা সড়কের পাশে একটি জলাশয় থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর রাতে বড় চন্দ্রাইল এলাকার একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বড় চন্দ্রাইল এলাকার একটি সড়কের পাশে থাকা জলাশয়ে অজ্ঞাত ওই যুবকের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ । নিহত ওই যুবক ট্রাউজার পরিহিত ছিলেন। তবে তাৎক্ষণিক ভাবে মরদেহের পরিচয় জানা যায়নি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল লস্কর জানান, মরদেহের শরীরে কোন ক্ষত চিহ্ন না থাকলেও প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের পাশাপাশি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।