প্রচ্ছদছবিকুমিল্লায় নতুন পজেটিভ’র চেয়ে করোনা জয়ী বেশী,মোট মৃত্যুর সংখ্যায়-১০০
কুমিল্লায় নতুন পজেটিভ’র চেয়ে করোনা জয়ী বেশী,মোট মৃত্যুর সংখ্যায়-১০০
এ আর আহমেদ হোসাইন ,কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান’র প্রকাশিত তথ্য অনুযায়ী বুধবার বিকাল পর্যন্ত জেলায় করোনা পজেটিভ’র চেয়ে করোনা জয়ী বেশী।
জেলায় নতুন আক্রান্ত ৬২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেন ৭৯ জন তবে বুধবারে নতুন করে পুরো জেলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি জেলায় মোট মৃত্যু বরন করেন ১০০ জন।
ওই দিকে জেলায় মোট আক্রান্ত – ৩৫৬২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেন ১৫৩২ জন।
নতুন আক্রান্ত ৬২ জনের মধ্যে সিটি করপোরেশন-২৩ জন, আদর্শ সদর-২,বড়ুরা-৩, মনোহরগন্জ-২, সদর দক্ষিণ-২, লাকসাম- ৩,লালমাই-১, চান্দিনা-১৩, মনোহরগন্জ-২, হোমনা-২, তিতাস-১, দাউদকান্দি-২, দেবীদ্বার- ৬, লাঙ্গলকোট-২ জন।
ওই দিকে নতুন করোনা যোদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেন-৭৯ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ৪৫ জন, সদর দক্ষিণ- ৪, দেবীদ্বার-১,বুড়িচং-৭,লালমাই-৪,
লাঙ্গলকোট-১৫, মনোহরগন্জ-৩ জন। জেলায় সর্বমোট নমুনা প্রেরন করা হয়- ১৯১৩৪, রিপোর্ট পাপ্তি-১৮২৩৭ টি।