প্রচ্ছদ অপরাধ “নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার”

“নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার”

Loading

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধি ঃ নাটোরের লালপুর মমিনপুর ঝাপড়া বটগাছ তলা নিচে পদ্মা নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত মহিলার(২৫) একটি লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৩জুলাই) রাত্র ৯টার দিকে লালপুর ইউনিয়নের মমিনপুর ঝাপড়া বটতলা এলাকা থেকে অজ্ঞাত এক মহিলার লাশটি উদ্ধার করা হয়।

লালপুর থানার ওসি সেলিম রেজা সত্যতা নিশ্চিত করেছেন,শুক্রবাব রাত্র ৮টার দিকে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে লালপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে, থানায় নিয়ে আসে।