ধামরাইয়ে বংশী নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার, আটক ২।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে লিখন হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকাল ৫ টার দিকে বংশী নদীর হাজীপুর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিখন পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঘরিদার পাড়ার আবুল হোসেনের ছেলে এবং পৌরসভার রফিক রাজু স্কুল এন্ড কলেজের ১০শ্রেণীর ছাত্র।

আটককৃতরা হলেন, ধামরাই পৌরসভার পাঠানতোলা এলাকার আনছার উদ্দিনের ছেলে দিপ (১৮), অপরজন একই এলাকার সিদ্দিক দেওয়ানের ছেলে ইমন দেওয়ান (২০)।

পুলিশ জানায়, নিহত লিখন বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। তবে নিহতের গলায়, মুখে, নাকে আঘাতের চিহ্ন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, এঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।