প্রচ্ছদ ছবি সাভারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

সাভারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

Loading

বিপ্লব,সাভারঃ সাভারে নানা আয়োজনে পালিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এ উপলক্ষে সোমবার দুপুরে সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসষ্ট্যান্ড সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এছাড়া দলীয় নেতাকর্মীদের নিয়ে উপলজেলা হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এসময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।