প্রচ্ছদছবিবিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন
আশরাফ হোসেন পল্টু,মাগুরা জেলা প্রতিনিধি
স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত হয়েছে ।
কর্মসূচির মধ্যে ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা করা হয় । সূর্যোদয়ের সাথে সাথে সরকারি,বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, কুজকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, মসজিদ মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও গির্জায় প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয় ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন । বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ,শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রঈস উজ্জামান ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক হুমায়ুন-উর- রশীদ মুহিত, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সকল সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ।