প্রচ্ছদছবিসাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ
আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি:সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকার প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরার সাংবাদিকরা।
মাগুরা প্রেসক্লাবের আয়োজনে জেলার চার উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২ শতাধিক সাংবাদিক অংশ এতে অংশ নেন। মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক হোসেন সিরাজ, আবু বাসার আখন্দ, অলোক বোস, মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম শফিক, রূপক আইচ, কাজী আশিক রহমান, শালিখা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সরদার ফারুক আহমেদ, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল ও মহাম্মদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো প্রমুখ।
বক্তারা সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।
এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান তারা ।