রাণীশংকৈল সেচ পাম্পের বিদ্যুৎশকে যুবকের মৃত্যু

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩০ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সেচ পাম্পের বিদ্যুৎশক লেগে নইমুল ইসলাম(৩২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নঈমুল উপজেলার রায়পুর গ্রামডাঙ্গী এলাকার আবু সামাদের ছেলে।

পুলিশ সুত্রমতে, নইমুল সেচ মালিক তুষারের পাম্প দিয়ে বাড়ির পাশে ইরি ধান ক্ষেতে পানি নিচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে নঈমুল ও তার ভাই আশরাফুল ধান ক্ষেতে পানি দেখতে যায়। কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ আসলে নঈমুল আবার পাম্প স্টার্ট দিতে গেলে বৈদ্যুতিক শক লেগে মাটিতে পড়ে যায়। তার ভাই আশরাফুল টের পেয়ে ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় নইমুলকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক
মেডিকেল অফিসার ফিরোজ আলম জানান
হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেচ পাম্পের বৈদ্যুতিক শক লেগে হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।