রাণীশংকৈলে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকলে মিঠুন (২৮) এবং শাহাজামাল (৩০) নামে দুই মাদক কারবারিকে সোমবার ২৫ জানুয়ারি ভোররাতে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ।

মিঠুন উপজেলার দোশিয়া গ্রামের এন্তাজের ও শাহাজামাল পশ্চিম ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে।

থানা সুত্র জানা গেছে, থানা পুলিশের একটি মাদক অভিযান পরিচালনাকারী টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের রাজবাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে মিঠুনকে ২২ পিস এবং শাহাজামালকে ৫৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

রাণীশংকৈল থানা ওসি তদন্ত আব্দুল লতিফ সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭৬ পিস ইয়াবাসহ মিঠুন ও শাহাজাহানকে গ্রফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলা জেল পঠানো হয়েছে।