ধামরাই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন শেষ হল। ১৪০ টি কেন্দ্রেই শান্তি পুর্ন ভোট গ্রহন শেষ হল। ঢাকা-২০ আসন ধামরাইয়ে (৩২০২২৩) জন ভোটার রয়েছে ।
আলহাজ্ব বেনজির আহমেদ নৌকা মার্কায়- ২৫৯৭৮৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে, দ্বিতীয় হয়েছেন সত্যন্ত প্রাথী মান্নান সাহেব পাখা মার্কা-৭২৬৮টি ভোট পেয়ে হয়েছেন। লাঈল মার্কার খোকন সাহেব -১১৯৮টি ভোট পেয়েছে তৃতীয় হয়েছে,সত্যন্ত প্রাথী এম,এ,মান্নান তারা মার্কায় -১৯৪২টি ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েছিল । নারী পুরুষ লাইনে দাড়িয়ে অনায়াসে ভোট দিয়েছেন । ধামরাইয়ের নৌকা প্রার্থী মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ নিজের কেন্দ্র কুশুরার কান্টাহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সবার আগে লাইনে দাড়িয়ে প্রথম ভোট দিয়ে বিজয়ের চিহ্ন প্রর্দশন করেন। এরপরে তার পরিবারে সবাই ভোট দেন। ভোট দেন প্রার্থী বড় ভাই সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন। তিনি বলেন শান্তি পুর্নভাবে ভোট দিয়েছেন কোনো সমস্য হয় নাই। ধামরাই পৌর এলাকায় কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিত বেশী ছিল। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শেষ হল ধামরাইয়ের সর্বত্র। একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-২০ আসন ধামরাইয়ে ১৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা-“তিন লাখ বিশ হাজার দুইশত তেইশ জন”।এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা বেশী। মহিলা ভোটার হচ্ছে-“এক লাখ একষট্টি হাজার সাত শত সাত জনঃ(১৬১৭০৭ জন)। পুরুষ ভোটার হচ্ছে-“এক লাখ আটান্ন হাজার পাঁচ শত ষোল জন”(১৫৮৫১৬ জন) । মোট ভোটার সংখ্যা ৩২০২২৩ জন।ভোট কেন্দ্রের সংখ্যা ১৪০ টি, ভোট কক্ষের সংখ্যা ৫৯৫,অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা -৫ট মোট ভোট কক্ষের সংখ্যা ৬০০ টি। এছাড়াও ধামরাই আসনের পৌর এলাকায় নয়টি।