একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। যেখানে আওয়ামী লীগ পেয়েছে ২৫৯ টি আসন। এছাড়া জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন, বিএনপি পাঁচটি, গণফোরাম দুইটি, ওয়ার্কার্স পার্টি তিনটি, জাসদ দুইটি, বিকল্পধারা দুইটি ও জেপি একটি, স্বতন্ত্র তিনটি ও তরীকত ফেডারেশন পেয়েছে একটি আসন।
এই জয়ের ফলে আবারও সরকার গঠন করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এবার টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। একাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে দেশের ইতিহাসে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে নতুন রেকর্ড গড়বেন শেখ হাসিনা ।