জাল সনদে জাহাজে চাকরি, গ্রেফতার ৫

Loading

নৌপরিবহন অধিদফতরের জাল সনদ তৈরির পাশাপাশি ভুয়া ওয়েবসাইটেরর মাধ্যমে বিদেশি জাহাজে চাকরির নামে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট সিআইডি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

প্রায় দুই বছর ধরে বাংলাদেশ নৌ পরিবহন অধিদফতরকে ফাঁকি দিয়ে বিভিন্ন মার্চেন্ট জাহাজে চাকরি দিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। রাজধানীর উত্তরখানে ওরিয়েন্টাল গ্লোবাল ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির আড়ালে এ অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতো বলে জানিয়েছে সিআইডি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, জাল সনদ ব্যবহার করে শতাধিক ব্যক্তিকে বিভিন্ন জাহাজে নিয়োগ দিয়েছে চক্রটি। সনদ জালিয়াতি করে পাঁচ থেকে সাত লাখ টাকা নিত প্রত্যেক ব্যক্তির কাছ থেকে।

নৌপরিবহন অধিদফতরের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। পরে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরখান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।

এ চক্রের সঙ্গে নৌপরিবহন অধিদফতরের কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।