Pure shop BD নামের একটি পেজে বিজ্ঞাপন দিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

Loading

Pure shop BD নামের একটি পেজে বিজ্ঞাপন দিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা । এমন পোষ্ট দেখলে কেউ কখনো টাকা এডভান্স দিবেন না ।

ইদানীং ফেসবুকে বিভিন্ন পেজ বা গ্রুপের মাধ্যমেও কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই ব্যক্তি উদ্যোগে পেজ খুলে অনলাইনে ব্যবসা করছেন।

দিন দিন অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠছে। আর এ সুযোগে একটি চক্র গ্রাহকদের সঙ্গে করছে প্রতারণা,হাতিয়ে নিচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ।

ঠিক তেমনি চটকদার বিজ্ঞাপন দিয়ে , সাধারণ জনগণকে লোভ দেখাচ্ছে ফেসবুকের পেজ থেকে বিভিন্ন ভিডিও আপলোড দিচ্ছে
Pure shop Bd নামের একটি ফেসবুক পেজ ।

প্রতিনিয়ত এই পেজটিতে F11 4k Pro ড্রোন ক্যামেরা বিজ্ঞাপন বোস্ট করে অনলাইন ক্রেতাদের আগ্রহ বাড়িয়ে তাদের কাছ থেকে টাকা এডভান্স নিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা , ফোনের অপর পাশ থেকে কল দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, ক্রেতাদের আকৃষ্ট করে, কখনো কখনো নিজের নামটি ও কামরুজ্জামান নামে পরিচয় দিয়ে থাকেন বলে জানা যায়,

ঠিক তেমনি রিপন নামে একজন ঢাকার সাভার থেকে তাদের বিজ্ঞাপনে আকৃষ্ট তারপর ফোনালাপের মাধ্যমে ৫,৫০০ টাকা দিয়েছিলেন গত ২৭শে মার্চ ,কিন্তু টাকা নেওয়ার পর ঘড়ি মুঁশি শুরু করেন এই চটকদার বিজ্ঞাপন ওয়ালারা, তাদের ঠিকানায় গেলে দেখা যায় , গুলশান ১নাম্বার সিটি মার্কেট নামে কোন মার্কেট নেই, তারপর তাদেরকে আবার কল দিলে তারা নাম্বারটি ও মেসেঞ্জার ব্লক করে দেওয়ার অভিযোগ রয়েছে,
এ বিষয়ে রিপন আরো বলেন, রবিবার আমি ফেসবুক পেইজে একটি বিজ্ঞাপন দেখতে পাই, পেজটির নাম হলো Pure shop Bd , বিজ্ঞাপনে লেখা ছিল ।

F11 4k Pro ড্রোন ক্যামেরা।পেইজে তাদের ঠিকানা দেয়া আছে, গুলশান সিটি মার্কেট , লিফট ২ দোকান নং ৩০৪ , ঢাকা বাংলাদেশ ।

অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের শোরুমে।
অথবা অর্ডার করতে কল করুন :-
☎ 01320 – 82 19 22
☎ 01320 – 82 19 40

আমি মধ্যবিত্ত ঘরের একটি ছেলে, আমার ছেলের শখের আবদার পূরণ করতে গিয়ে আমি ড্রোনটি অর্ডার করি । ড্রোনটি রবিবার ২৭ শে মার্চ দুপুর ২ টায় আমাকে পৌঁছে দিবে এমনটা কথা বলে আমার কাছ থেকে মোট ৫,৫০০ টাকা বিকাশ পেমেন্ট এর মাধ্যমে নেই এই কোম্পানিটি ‌,যাহার পেমেন্ট নাম্বার, 01320-821936 ।

তাদের আরো একটি ফোন নম্বর আছে যা দিয়ে আমাকে ফোন করেছিল তারা, যাহার নাম্বার 01715-845130 , তারপর থেকেই ফোন দিলে ফোন রিসিভ না করে ঘড়ি মসি করছেন এই কোম্পানি প্রতারক চক্রটি । এদের মধ্যে একজনের নাম কামরুজ্জামান বলেও জানতে পারি। এ বিষয়ে ভোক্তা অধিকারের ইমেইল এড্রেসে মেইল পাঠিও কোনো সাড়া পাইনি , এছাড়াও ভোক্তা অধিকারের ফোন নাম্বারে ২/৩ দিন যাবত অনেক বার কল ফোনটি রিসিভ করেননি ।