রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৩৯টি ল্যাপটপ বিতরণ
হুমায়ুন কবির, রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালযে সরকারিভাবে ল্যাপটপ দেয়া হয়েছে।
এ উপলক্ষে শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম। বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনজুরুল আলম,জাহিদ হোসেন ও সীমান্ত বসাক৷ এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ইয়াকুব আলী,সহ-সভাপতি প্রধান শিক্ষক কুশমত আলী, আনিসুর রহমান, সাদেকুল ইসলাম, মেরিনা আকতার, কামরুজ্জামান,আব্দুল মান্নান,আব্দুল হাকিম ও রুস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত:উপজেলার রাতোর, ক্ষুদ্র বাঁশবাড়ি,অমর,চেংমারি, ঝাড়বাড়ি,পশ্চিম ঘনশ্যামপুর ও নরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে ১৩৯টি ল্যাপটপ দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষা অফিসার ঘনশ্যাম রায়।