যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের সিংগাইরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের সিংগাইরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ভোরে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, সিংগাইর থানা পুলিশ, সিংগাইর পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রর্দশন করা হয়। কুচকাওয়াজে থানা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু ,উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু,সিংগাইর সার্কেল (এসপি) আব্দুল্লাহ আল ইমরান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়ারুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ুম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, সিংগাইর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নুরুদ্দিন,উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।