সন্তান আসার আগেই ঠিকানা বদল দীপিকা-রণবীরের

Loading

নতুন সদস্য আসতে চলেছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের সংসারে। সন্তান আগমনের পাশাপাশি দীপিকা-রণবীরের নাকি ঠিকানাও বদল হতে চলেছে। সন্তান আসার আগেই নতুন বাড়িতে উঠতে চলেছেন বলিউডের এই তারকা দম্পত্তি।

এবার সমুদ্রের কাছাকাছি নতুন বাড়ি কিনেছেন দীপিকা ও রণবীর।

জানা গেছে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে নিয়েছেন এই বাড়িটি। শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর কাছেই এই বাড়ি।

তাদের নতুন এই বাড়ি আয়তনে ১১,২৬৬ বর্গফুট। এ ছাড়া এই বাড়িতে রয়েছে ১৩০০ বর্গফুট অতিরিক্ত জায়গা। এক বহুতলের চারটি তল নিয়ে তৈরি তারকা দম্পতির নতুন বাসস্থান। ১৬ তলা থেকে ১৯ তলা পর্যন্ত দীপিকা-রণবীরের নতুন বাড়ির দাম ১০০ কোটি টাকা। ইতিমধ্যেই তাঁদের নতুন বাসস্থানের ভিডিও প্রকাশ্যে এসেছে।

তবে এই নতুন বাড়িতে দীপিকা ও রণবীর কবে গিয়ে উঠবেন তা এখনও জানা যায়নি।  ২০২১-এ আলিবাগে ২২ কোটি টাকা একটি বাড়ি কিনেছিলেন দীপিকা ও রণবীর।

উল্লেখ্য, ২০১৮-র ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। দেশে ফিরে একাধিক প্রীতিভোজের আয়োজনও করেছিলেন তারকা জুটি।

এ বছরের শুরুতে এই তারকা দম্পতি ঘোষণা করেন, তাঁদের কোলে আসতে চলেছে প্রথম সন্তান। দীপিকা-রণবীরের সংসারে নতুন সদস্যের অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরাও। সূত্র: আনন্দবাজার