সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। আগামী ৩১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত ৪৩তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইসি। বৈঠকের পর ইসি সচিব হেলালুদ্দিন আহমদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
সৈয়দ আশরাফের শূন্য আসনটির নির্বাচন নিয়ে গত ১৪ জানুয়ারিও কমিশন বৈঠক হয়েছিল। কিন্তু সেদিন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ষষ্ঠ সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কিশোরগঞ্জ-৩ আসন থেকে সপ্তম ও অষ্টম, কিশোরগঞ্জ-১ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৫ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।