প্রচ্ছদ অন্যান্য সিংগাইরে ৪টি ড্রাম ট্রাকের মালিক কে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা

সিংগাইরে ৪টি ড্রাম ট্রাকের মালিক কে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা

Loading

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের পাকা রাস্তা নষ্ট করে চলাচলের অনুপযোগী করার অভিযোগে ৪টি ড্রাম ট্রাকের মালিক কে নগদ এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১২ই মার্চ) সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুল হাসান সোহাগ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।

এর আগে গেল মঙ্গলবার (১১ই মার্চ) রাতে গ্রামের ভিতরের পাকা রাস্তা হয়ে “ড্রাম ট্রাক দিয়ে ইট ভাটায় মাটি নেয়ার সময় রাস্তা নষ্ট হওয়ায় স্থানীয়রা সিংগাইর থানা পুলিশকে অবগত করে করলে , সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে, ও, এম তৌফিক আজম তাৎক্ষণিক এস,আই মামুনের সহযোগিতায় ড্রাম ট্রাক গুলোকে আটক করতে সামর্থ হন ।