স ম জিয়াউর রহমান,
আজ (১৪ এপ্রিল) বিকেল ৪টায় চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের ২৫ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ফ্লোর ও কিডনী প্রতিস্থাপন অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন করা হবে।
খুলশীর কিডনী ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠেয় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সম্মানিত অতিথি থাকবেন পিএইচপি প্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।
চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান সকলকে যথাসময়ে এ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।