প্রচ্ছদঅন্যান্যআওয়ামী লীগের অপরাধের বিচার না হলে জাতি ইতিহাসের কাছে ক্ষমা পাবেনা :...
আওয়ামী লীগের অপরাধের বিচার না হলে জাতি ইতিহাসের কাছে ক্ষমা পাবেনা : আবু সায়েম
নিউজ ডেক্স : আওয়ামী লীগের অপরাধের বিচার না হলে জাতি ইতিহাসের কাছে ক্ষমা পাবেনা বলে মন্তব্য করেছেন সার্বভৌমত্ব রক্ষা পার্টি সরপে’র চেয়ারম্যান আবু সায়েম মিয়া।
আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান নিয়ে বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। জার্মানিতে যেমন নাৎসি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আজও তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই, তেমনি আওয়ামী লীগের মতো দলকেও নিষিদ্ধ ঘোষণা করা দরকার।” তিনি আরও বলেন, “এই দলটির দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না হলে, এই জাতি ইতিহাসের কাছে ক্ষমা পাবেনা”
দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে ও দিশাহীন বলেও মনে করেন লেখক ও রাজনীতিবিদ আবু সায়েম মিয়া। তিনি মনে করেন, নৈতিকতা ও স্বচ্ছতার অভাবের কারণে রাজনীতি আজ সাধারণ মানুষের আস্থাহীনতার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যাদের সঠিক ভাবে উপার্জনের সুযোগ নেই, তাদের রাজনীতি করা একদমই অনুচিত। দুর্নীতি এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। কার্যকর কোনো ব্যবস্থা নেই বলেই দেশের সব স্তরেই দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে।”
সায়েম মিয়া জোর দিয়ে বলেন, “রাজনীতি করতে হলে আগে নিজেকে প্রস্তুত করতে হবে—শিক্ষিত হতে হবে, নৈতিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। শুধু আবেগ নয়, রাজনীতি করতে হলে চাই দায়িত্ববোধ ও মূল্যবোধ।”
আন্তর্জাতিক হস্তক্ষেপ নিয়ে প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে অন্য কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। যদি কেউ বাংলাদেশের দল বা গোষ্ঠী নিয়ে মন্তব্য করে, তাহলে আমাদেরও প্রশ্ন তোলার অধিকার আছে—ভারতে ফ্যাসিস্ট দল হিসেবে পরিচিত বিজেপিকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না?” তিনি আরও বলেন, “যদিও ভারত আঞ্চলিক শক্তি হিসেবে প্রভাব রাখে, তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার পর হয়তো তাদের আচরণে কিছু পরিবর্তন আসবে।”
সায়েম মিয়ার বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়, তিনি রাজনীতিকে পবিত্র একটি দায়িত্ব হিসেবেই দেখতে চান, যেখানে শিক্ষা, নৈতিকতা ও মানবিকতা থাকবে একসাথে। তিনি জানিয়েছেন, তার দল অনেক আগে থেকেই দেশের হয়ে কাজ করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন এবং চেষ্টা করবেন মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তিতে কাজ করতে।