প্রচ্ছদ ছবি সিংগাইরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সিংগাইরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

Loading

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে সিংগাইর উপজেলার কৃষকদলের সম্মানিত সদেস্য ছলিম উদ্দিন সেলিম।

শুক্রবার (১৬ জানুযারি) বাদ জুম্মা জামির্তা ইউনিয়নের পানিশাইল এলাকার সিংগাইর উপজেলার কৃষকদলের সম্মানিত সদেস্য ছলিম উদ্দিন সেলিমের বাড়ি প্রাংগনে এই মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সাধারণ জণগণের সাথে আগামী জাতীর সংসদ নিবাচনে বিএনপি তথা মানিকগঞ্জ ২ আসনের মননিত প্রার্থী মইনুল ইসলাম খান শান্তকে বিপুলভোটে জয়যুক্ত করতে এক উঠান বৈঠকিরও আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খাঁন শান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ‘স্থানীয় জনগণকে প্রতিশ্রুতি দিয়ে আরো বলেন, বিএনপি ক্ষামতায় আসলে সিংগাইর, হরিরামপুর তথা দক্ষিন মানিকগঞ্জ কে স্বনির্ভর করে গড়ে তোলা হবে।

মিলাদ ও দোয়া মহফিলে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান, সিংগাইর উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম, জ্যামিত্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, জ্যামিতি ইউনিয়নের বিএনপি সভাপতি আব্দুস সামাদ, চন্দ্হড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায় তারিকুর রহমান আলাল,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা সহ ইউনিয়ন, উপজেলা ও জেলার অসংখ্য নেতা কর্মী।

বিশেষ দোয়া পাঠ করেন পানিশাইল মসজিদের ঈমান হাজী আ: সালাম। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।