শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি নির্বাচনের তারিখ হিসেবে ঘোষণা করে। নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, মনোনয়ন বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ২৮ এপ্রিল। ওই নির্বাচনে আনিসুল হক মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ৩০ নভেম্বর লন্ডনে তিনি মারা গেলে মেয়র পদ শূন্য হয়ে যায়।
নির্বাচন কমিশন ২০১৮ সালের ৯ জানুয়ারি উপনির্বাচনের তফসিল দিলেও উচ্চ আদালতের রিটের পরিপ্রেক্ষিতে তা স্থগিত হয়ে যায়। সম্প্রতি ওই রিট খারিজ হলে নির্বাচন কমিশন আবারও এ সিটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম আগেও ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। আতিকুল ইসলাম পোশাক শিল্প ছাড়া আরও অনেক ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার।