সাভারের শ্যালমাসী লুটেরচর এলাকায় গ্রামীণ পরিবেশে ক্রীড়া-প্রতিযোগীতা অনুষ্ঠান ।

Loading

সাভারে গ্রামীণ পরিবেশে ক্রীড়া-প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলার প্রত্যন্ত অঞ্চল ভাকুর্তা ইউপির শ্যালমাসী লুটেরচর গ্রামে এ অনুষ্ঠান হয়। মর্নিং গ্লোরি একাডেমী উদ্যোগে এর আয়োজন করা হয়।

৫ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয় শিশু-কিশোর সহ বয়স বৃদ্ধরা। মনোজ্ঞ নৃত্য, হাড়িভাঙ্গা,বালিশ কুড়ানো,ছোট নাট্য সহ গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী খেলা ছিল উল্লেখ্যযোগ্য। মনিং গ্লোরি একাডেমীর সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা উওর এর সেচ্ছসেবক লীগের সহ-সভাপতি হাজী মিজানূর রহমান( মিজান)।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার মফিজ উদ্দিন আহমেদ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজম্মের কাছে তুলে ধরাই ছিল অনুষ্ঠানের মূল-লক্ষ্য। অনেকের মধ্যে উপস্থিত ছিলেন দারুল আরকাম হাবীবিয়া মাদ্রাসার সভাপতি হাজী নুরুল মোমেন,স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইসতিয়াক আহমেদ রাজিব,প্রাধান শিক্ষক ফারুক আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

দিন ব্যাপী এ অনুষ্ঠানকে ঘিরে গ্রাম বাংলার নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।