যশোরের বেনাপোল পোর্ট থানা গ্রাস্থ দৌলতপুর গ্রাম হতে বিজিবি কর্তৃক ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি মোটর সাইকেলসহ ২ জন আসামিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি ) সদস্যরা।
রবিবার(৫/০৩/১৯ইং) তারিখ রাতে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে হতে ফেনসিডিল ও বাইক সহ তাদেরকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায় দৌলতপুর বিওপি’র একটি টহল দলের গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্তে জনৈক মনিরের বাড়ির সামনে পাকা রাস্তার সংলগ্নে রাত সাড়ে ৯টার সময় ফেনসিডিল ও বাইক সহ তাদেরকে আটক করে।
আটককৃত তাজিম উদ্দিন (৩২), -কাগজপুকুর গ্রামের বাবুর ছেলে, রাবিয়া খাতুন (৫৪), বেনাপোল গাতীপাড়া গ্রামের খালেকের স্ত্রী, উভয় বেনাপোল পোর্ট থানার বাসিন্দা।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বিষযটি নিশ্চিত জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করেছে ।