ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেস হোসেন এগিয়ে,একটি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত।

Loading

ঢাকার ধামরাইয়ে রবিবার (৩১ মার্চ) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ধামরাইয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন সম্পন্ন হয়। সারাদিন ভোট গ্রহনের মাধ্যামে ১৪৮ কেন্দ্রের মধ্যে ১৪৭ টি কেন্দ্রের ভোট গ্রহন শেষ হলো । বাকী একটি কেন্দ্র তথা বাইসাকান্দা ইউনিয়নের কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিতকরা হয়েছে।

কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা প্রতীকে জাল ভোট দিতে সহায়তা করায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল বাসার বাদশাকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনব কুমার। ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৪ জন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের মিজানুর রহমান মিজান।

স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন (আনারস প্রতীক)। ঢাকা জেলা জাতীয় পাট্রির সহসভাপতি দেলোয়ার হোসেন খান মিলন লঙ্গাল প্রতীক। জাসদের আনোয়ার হোসেন মন্নু।ধামরাই উপজেলা মোট ভোটার ৩,২০,৩২২ জন।মোট ভোট কেন্দ্র ১৪৮ টি। মোট ভোট কাষ্ট হয়েছে ৮০ হাজার ৬৬৯ টি। বাকী একটি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১ হাজার ৮৯১ জন।১৪৭টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেস হোসেন ভোট পেয়েছেন ৪০ হাজার ৫৬৬টি । নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ৩৯ হাজার ১টি। ১ হাজার ৫৬৫ ভোট বেশী পেয়ে মোহাদ্দেস হোসেন তার প্রতিদ্ধনদ্ধী নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিজানের চেয়ে এগিয়ে আছেন। জাতীয় পাট্রির দেলোয়ার হোসেন ল্ঙ্গাল প্রতীকে ৮৩৪ ভোট পেয়েছেন। মশাল প্রতীক নিয়ে শেখ আনোয়ার হোসেন মুন্নু পেয়েছেন ১২১ ভোট । এর আগে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ।১৪৮টি কেন্দ্রের মধ্যে ১৪৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ।

পরবর্তীতে ওই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ। বাকী একটি কেন্দ্রের ফলাফলের উপর নির্ভর করছে ধামরাই উপজেলা পরিষদে কে হতে যাচ্ছেন চেয়ারম্যান।