বাংলাদেশ পুলিশ আর্তমানবতার সেবাই নিয়োজিত-এসআই লতিফ বেনাপোল ।

Loading

যশোরের বেনাপোলে আর্তমানবতার সেবায় এগিয়ে এল বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম লতিফ।

ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের গাড়িতে আসা অজ্ঞান পার্টির খপ্পরে পড়া জয়নাল নামে এক যাত্রীকে বেনাপোল ২২ নং এর সামনে গাড়ি থেকে নামিয়ে দেয় কন্ডাক্টার ও হেলপার।অজ্ঞান পার্টির কবলে পড়া জয়নাল আবেদীন গাজিপুর জেলার হাতিমারা থানার সারাজাই গ্রামের আব্দুল বারেকের ছেলে।

বুধবার ভোর ৫ টার সময় অজ্ঞান অবস্থায় বেনাপোল ২২ নং গেটের সামনে একজন অজ্ঞাত লোককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বেনাপোল পোর্ট থানায় সংবাদ দেয়। এসময় আর্তমানবতার সেবায় পোর্ট থানার এসআই এইচ এম লতিফ তার ফোর্স নিয়ে অজ্ঞাত ব্যাক্তিকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশ গাড়ির সুপার ভাইজার মশিউর রহমান ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম লতিফ জানান, বাংলাদেশ পুলিশ আর্তমানবতার সেবাই নিয়োজিত। তারা মানুষের বিপদ আপদের সময় সবসময় পাশে থাকবে। এটাই তাদের দায়িত্ব কর্তৃব্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি মাত্র।