নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে ছোটভাই ও ভাতিজাদের মারপিটে ৩ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তুড়–কবাড়িয়া গ্রামে মারপিটের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, তুড়–কবাড়িয়া গ্রামের মৃত আব্দুল কাইয়ুম মন্ডলের ছেলে জালাল উদ্দিন মন্ডল (৫৫), তার স্ত্রী রোজি আরা (৫০) ও ছেলে গোলাম রাব্বানি (৩২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন জালাল মন্ডল জানান, বাড়ির উঠান নুড়ি দেয়ার জন্য মাটি রাখাকে কেন্দ্র করে ছোইভাইয়ের স্ত্রীর সঙ্গে আমার স্ত্রী রোজি আরার বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছোটভাই আসলাম মন্ডল, ভাতিজা আওয়াল ও রানা আমার স্ত্রীকে মারপিট শুরু করে। এসময় স্ত্রীকে বাঁচাতে আমি ও আমার ছেলে গোলাম রাব্বানি এগিয়ে গেলে আমাদেরও পিটিয়ে জখম করা হয়। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান। তিনি বলেন, ঘটনায় এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


































