জাবিতে ছাত্র ইউনিয়নের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫

Loading

ছাত্র ইউনিয়নের ৩৯তম জাতীয় কাউন্সিল হট্টগোল-মারামারির মধ্য দিয়ে শেষ হয়েছে। এতে সংগঠনটির ঢাকা কলেজ সংসদের সভাপতি জুবায়ের প্রধানসহ অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণার পরপর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণার পরই কাউন্সিলরদের একাংশ বিক্ষোভ করে। প্রহসনের কমিটি মানি না, মানবো না, এমন স্লোগান দেয় বিক্ষুব্ধরা। এসময় প্রায় অর্ধশতাধিক কাউন্সিলর ওয়াকআউট করে বের হয়ে যেতে চাইলে তাদের বাধা দেন কিছু নেতাকর্মী।

এ সময় দুপক্ষের হাতাহাতিতে ঢাকা কলেজ সভাপতি জুবায়ের প্রধান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমন, দপ্তর সম্পাদক প্রভাত কায়সার, ঢাকা জেলা সংসদের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, রাজশাহী জেলার সভাপতি প্রান্ত প্রতীম পান্ডেসহ ৫ জন আহত হন।এদের মধ্যে জুবায়ের প্রধানের অবস্থা আশঙ্কাজনক। তাকে স্থানীয় রাবেয়া ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এর আগে মেহেদী হাসান নোবেলকে সভাপতি, অনিক রায়কে সাধারণ সম্পাদক ও মনীষী রায়কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

কাউন্সিলে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, ভুল বোঝাবুঝি থেকে এমনটা হয়েছে। সর্বসম্মতিক্রমেই কমিটি গঠন করা হয়েছে।